আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্ককে চমৎকার বলে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। তিনি সৌদি আরবভিত্তিক সংবাদপত্র আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি প্রেসিডেন্ট থাকাকালে সৌদির সাথে যুক্তরাষ্ট্রের দারুণ সম্পর্ক ছিল। আজো তা অক্ষত এবং মজবুত রয়েছে।
সোমবার রাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প সৌদি নেতৃত্ব এবং সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, তার সরকারের অধীনে এই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে পারে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারের অধীনে তা ভালো হবে বলে মনে করেন না তিনি।
এ সময় তিনি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি শ্রদ্ধাও প্রকাশ করেন। ক্রাউন প্রিন্সের বিশ্বব্যাপী স্বীকৃতি এবং কার্যকর নেতৃত্বের কথাও তুলে ধরেন। ট্রাম্প তাকে একজন সত্যিকারের দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেছেন। একইসাথে তার উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন ও দুর্দান্ত সব সিদ্ধান্তেরও প্রশংসা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct