আপনজন ডেস্ক: কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা প্রায় বন্ধ করে রাজ্য বামফ্রন্ট রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করল সোমবার। বামফ্রন্ট এবারে যদিও নতুন জোটসঙ্গী বেছে নিল সিপিআই (এমএল)কে। অপরদিকে, হাড়োয়া কেন্দ্রে প্রার্থী ঘোষণা না করে ২০২১ বিধানসভা নির্বাচনের সময়কার জোটসঙ্গী আই্এসএফের সঙ্গে জোটের রাস্তা খেলা রাখল।
বিজেপি, তৃণমুল কংগ্রেসের পর রাজ্য বামফ্রন্ট সোমবার পাঁচ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করায় কংগ্রেসের সঙ্গে কোনও জোটের সম্ভাবনা আর থাকল না। তবে, আলিমুদ্দিন সূত্রের খবর, শেষ মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ফোন করেন। কিন্তু ততক্ষণে প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় কং্গ্রেসের সঙ্গে জোটের রাস্তা বন্দ হয়ে যায়। বিষয়টি নিয়ে বড্ড দেরি হয়েছে গেছে বলে বিমান বসু শুভঙ্কর সরকারকে জানান বলে আলিমুদ্দিন সুত্রের খবর।
উল্লেখ্য, এদিন বামপ্রন্টের তরপে যে পাঁচটি বি:ানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষনা করা হয়েছে তার মধ্যে মাত্র একটি আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম। সেটি হল বাঁকুড়ার তালডাংরা কেন্দ্র। তালডাংরায় সিপিআই(এম) প্রার্থী দেবকান্তি মাহান্তি। অন্য চারটি আসনে বামফ্রন্ট যাদের প্রার্থী ঘোষণা করেছে তারা হলেন, সিতাই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মন, মাদারিহাটে আরএসপির পদ্ম ওঁরাও, নৈহাটিতে প্রার্থী সিপিআইএম লিবারেশনের দেবজ্যোতি মজুমদার, মেদিনীপুরে সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই। অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের তরফে বামফ্রন্টের প্রার্থী তালিকার কথা পশ্চিমবঙ্গের কংগ্রেসের দেখাভালের দায়িত্বে থাকা কে সি বেনুগোপালকে জানিয়ে দিয়েছেন শুভঙ্কর সরকার। তবে, কংগ্রেস হাড়োয়া প্রার্থী দেবে, না ৬টি কেন্দ্রে প্রার্থী দিয়ে একলা চলার পথ অনুসরণ করবে তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে জানা গেছে, রাজ্য বামফন্টের সঙ্গে চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা হওয়ার তাদের জন্য হাড়োয়া কেন্দ্রে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct