নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: রবিবার বেঙ্গলি একাডেমিয়া ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট-এর পক্ষ থেকে বারাসাত ইকরা একাডেমিক ফাউন্ডেশনের সভাঘরে ওবিসি সংরক্ষণ পুনর্বহাল ও বাঙালি মুসলমান সম্প্রদায়ের সাংবিধানিক নানান অধিকার বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার নানা প্রান্ত থেকে শিক্ষক, ছাত্র ও নানান পেশায় সংযুক্ত মানুষেরা এই আলোচনা সভায় যোগদান করেন। অবসরপ্রাপ্ত লেবার কমিশনার সাইরুল ইসলামের সভাপতিত্বে বিকাল তিনটায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেস- এর সম্পাদক অধ্যাপক ড. আবু সালেহ এবং সভাপতি কাজী মহম্মদ শেরীফ। এছাড়াও পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ড. আজিজার রহমান, ড. ফাইমূল ইসলাম , ড. জহর আলি মন্ডল, সাহাবুল ইসলামসহ প্রমুখ বক্তারা সভায় তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন। বর্তমানে পশ্চিমবঙ্গে ওবিসি সম্প্রদায়ভুক্ত মুসলিম জনমানস ভীষণভাবে সংকটের মধ্যে , এই প্রেক্ষিতে বিভিন্ন শ্রেণীর মুসলমান মানুষদের আর বেশি সচেতন হওয়া প্রয়োজন ও একই সঙ্গে লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করতে হবে । বক্তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বারবার সেই বার্তায় তুলে ধরেছেন।আয়োজকদের পক্ষে ড. তৌসিফ আহমেদ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct