নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার এলাহিয়া হাই মাদ্রাসাতে অনুষ্ঠিত হল প্রগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট (পিস) এর জেলা সম্মেলন। ওবিসি সংরক্ষণ সমস্যা সমাধান মূলক আলোচনা সভা এবং সমগ্র দেশের ওয়াকাফ সম্পত্তি রক্ষার পক্ষে বিশেষ আলোচনা সভা।
এই মহতী আলোচনা সভা পিস সংগঠনের সভাপতি তথা বঙ্গবাসী কলেজের অধ্যাপক ডঃ আব্দুল হাদীর স্বাগত ভাষণ দিয়ে শুরু হয়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডোমা অফিসার মাননীয় ড: মহ.ওলিউল্লাহ। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সেক্রেটারি ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌহিদ আহমেদ খান এবং ই.সি. কমিটির সদস্য আসানুর মল্লিক ও হাওড়া জেলা কমিটির কনভেনার রেহেনা খাতুন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা মিটিংয়ের মূল আয়োজক তথা শিক্ষক হাফিজুর রহমান, প্রধান শিক্ষক মোবারক আলী, এলাহিয়া হাই মাদ্রাসার শিক্ষক মির্জা আজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীবৃন্দ।
সফলভাবে সাংগঠনিক আলোচনা হওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি গঠন করা হয়। মাননীয় সেক্রেটারি সাহেব বলেন : ওয়াকফ সম্পত্তি সংরক্ষণের বিষয়ে সংখ্যালঘু জনগোষ্ঠী অবহিত নন, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিতভাবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সম্প্রীতি রক্ষা করে চলতে হবে । পাশাপাশি ওবিসি রিজার্ভেশন এর বিষয়ে রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, প্রয়োজনে ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের বিধানসভায় নতুন বিল উত্থাপন করে সংখ্যালঘুদের এই সমস্যা সমাধান করতে হবে। ওয়াকাফ সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct