সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: বিধায়কের চেষ্টায় কেরলে মৃত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে রবিবার সকালে। মুর্শিদাবাদের জলঙ্গি বিধান সভার ঘোষপাড়া সর্বপল্লী গ্রামের জীবন সরকার নামের এক নাবালক ছেলে অর্থের অভাবে সংসারের হাল ধরতে কেরলে রাজমিস্ত্রির কাজে যায়।গত নয় মাস হয়েছে নিজেদের পছন্দে বিবাহ করে ,গত সপ্তাহ দুয়েক আগেই কেরলে কাজের উদ্দেশ্য যায় তার পরে হঠাৎ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জীবন সরকার। সেই খবর পরিবারের কাছে পৌঁছালে কান্নায় ভেংগে পড়ে সকলে। তবে অভাবের সংসারে কিভাবে পরিবারের একমাত্র সন্তানের নিথর দেহ বাড়িতে নিয়ে আসবে সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা।তার পরে এলাকার বিধায়ক আব্দুর রাজ্জাকের কাছে বিষয়টা জানালে বিধায়ক তার নিজ উদ্যোগে কেরলে অতিথি ওয়েলফেয়ার ফর্ম নামের এক এনজিও সঙ্গে কথা বলে সম্পূর্ণ বিনামূল্য কেরল থেকে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ পৌঁছানোর ব্যবস্থা করেন।সেইমত রবিবার সকালে পরিযায়ী শ্রমিকের নিথর দেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর খবর পেয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে পৌঁছায় বিধায়ক আব্দুর রাজ্জাক,ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ, কনভেনার জিয়াবুল সেখ,ঘোষপাড়া অঞ্চল সভাপতির টনিক মোল্লা সহ অতিথি ওয়েলফেয়ার ফোর্ম এর দুই সদস্য রাজা হুমায়ন কবির ও রেন্টু মন্ডল সহ একাধিক ব্যক্তি গণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct