কাজী আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন : বোলপুর নজরুল স্মৃতি সংঘের আয়োজনে একদিনব্যাপী নকআউট দিবারাত্রি স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ঘিরে শহরজুড়ে ফুটবল উন্মাদনা চরমে পৌঁছেছে।
বাঁধগোড়া কালী কৃষ্ণ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬টি টিমের অংশগ্রহণ প্রতিযোগিতার উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এটি এক অনন্য মঞ্চ, যেখানে তারা নিজেদের ফুটবল দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। প্রতিযোগিতার মূল লক্ষ্য শুধুমাত্র খেলা নয়, ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। নজরুল স্মৃতি সংঘের এই উদ্যোগ স্থানীয় ফুটবল প্রতিভাদের সামনে আসার সুযোগ করে দিয়েছে, যা সমাজে ক্রীড়া সংস্কৃতির প্রচারের একটি বড় পদক্ষেপ। খেলায় বিজয়ী টিম পাবে ৬০ হাজার টাকা পুরস্কার, এবং রানার্স-আপ টিমকে দেওয়া হবে ৪৫ হাজার টাকা। এই আকর্ষণীয় পুরস্কার প্রতিযোগিতায় বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। মাঠে উপস্থিত দর্শকরা ফুটবলের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলির সাক্ষী হবে, যেখানে প্রতিটি মুহূর্তে থাকবে টানটান উত্তেজনা।
নজরুল স্মৃতি সংঘের এই প্রতিযোগিতা কেবল একটি খেলা নয়, এটি পুরো বোলপুরের জন্য এক মিলনোৎসব, যেখানে মানুষ ফুটবলকে উদযাপন করবে এবং ক্রীড়ার মাধ্যমে নিজেদের শহরের প্রতিভাবান খেলোয়াড়দের উদ্দীপ্ত করবে। এই ফুটবল খেলার শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্প ও ভারপ্রাপ্ত কারা মন্ত্রী মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মানানিয়া পর্ণা ঘোষ মহাশয়া, বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও নজরুল স্মৃতি সংঘের সদস্যরা, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct