বাইজিদ মণ্ডল, রায়দীঘি, আপনজন: প্রান্তিক এলাকার প্রত্যন্ত গ্রামের কিছু ক্যারাটে পাগল ছেলে ভালো ফলাফলের জন্য তারা রায়দীঘি কাশিনগর রবীন্দ্র ভবন হলে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ সেখানে অংশগ্রহণ করেন। এখানে নেপাল,বাংলাদেশ ও ইন্ডিয়া সহ মোট তিনটি দেশের মোট দুইশত ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে ছিলেন। এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জুনিয়ার ক্যাটাগুরিতে প্রথম স্থান ইমরান শেখ গোল্ড মেডেল নিয়ে, জুনিয়ার ক্যাটাগুরিতে দ্বিতীয় স্থান রোহান মোল্লা সিলভার মেডেল নিয়ে এবং জুনিয়ার ক্যাটাগুরিতে আকাশ সাহা তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ মেডেল নিয়ে বাড়ি ফিরে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডায়মন্ড হারবার থানার অন্তর্গত এক নম্বর ব্লকে নব সংগ্রাম পুর এর অত্যন্ত দরিদ্র পরিবারের ছোট্ট ছোট্ট নাবালক ছেলেরা। সেখানে জুনিয়ার ক্যাটাগুরি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা তিন জন বাড়ি ফিরতে তাদের পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে নিয়ে ছিলেন তাদের পরিবারের লোকজন ও ক্যারাটে খেলার সঙ্গীরা। পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক মৎসের কর্মাধ্যক্ষ রুহুল আমিন এবং উস্থি স্মার্ট ক্যারাটে কোচিং সেন্টার এর পক্ষ থেকে তাদের তিনজন কে পুষ্পক, উত্তরীয় ও মিষ্টি মুখ করিয়ে তাদের কে সম্মাননা জানানো হয়। ইমরান শেখ বলেন কাশিনগর এ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পেয়েছি। আগামি দিনে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে বিদেশে গিয়ে গোল্ড মেডেল নিয়ে আসব বলে আশা করছি।
সেনসি এস, এম, অসীম ইকবাল তিনি জানান প্রচুর ক্যারাটে প্রতিভা গ্রামের দিকে আছে, তারা যদি কোনো সুযোগ সুবিধা পায় এবং ভালো প্রশিক্ষণের ব্যবস্থা পায়,আগামী দিনে এরা বিভিন্ন দেশে ক্যারাটে প্রতিযোগিতা আছে এরা পদক জয় করতে পারে এবং দেশের গৌরব অর্জন করতে সক্ষম। তিনি আরও বলেন এই প্রশিক্ষণের জন্য অনেক কষ্ট ও বিদেশে খেলতে গেলে অনেক অর্থেরও প্রয়োজন আছে। আমরা থেমে থাকি নাই আমরা এলাকার পিছিয়ে পড়া ক্যারাটে পাগল ছেলে মেয়েদের জন্য উস্থি ঘোলা নোয়া পারা ও নব সংগ্রাম পুর তাবারকিয়া হাই মাদ্রাসা সহ অন্যান্য জায়গায় দীর্ঘ ১৫ বছর ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে এরা এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে দেশের হয়ে কিছু করতে পারে সেটাই আমাদের দেশের গৌরব।
ক্যারাটে চাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকারীর পিতা জাহিদুল শেখ তিনি জানান ছেলে ক্যারাটে চাম্পিয়ানশিপে প্রথম স্থান অর্জন করে গোল্ড মেডেল এনেছে খুব খুশি ও আনন্দ হচ্ছে। ছেলেকে বিদেশের মাটিতে সর্ণ জয় করে আনুক এটাই আমার বড়ো আশা ও সপ্ন। কিন্তু আমরা দিন মজুর খেটে খাওয়া মানুষ কোনরকম সংসার চলে, বিদেশে খেলতে গেলে অর্থের প্ৰয়জন,যদি সরকারি ও বেসরকারি ভাবে কেউ পাশে দাঁড়ান তাহলে সেই সপ্ন পূরণ হবে ও বাংলার তথা দেশের মুখ উজ্জ্বল করবে সেই আশা করছি। ব্লক মৎসের কর্মাধ্যক্ষ রুহুল আমীন তিনি জানান জুনিয়ার ক্যাটাগুরি প্রথম ইমরান শেখ নব সংগ্রাম পুর মিস্ত্রি পারার ছেলে পিতা জাহিদুল শেখ,দ্বিতীয় রোহান মোল্লা পিতা রিয়াজউদ্দিন মোল্লা চন্ডিপুর বাগারিয়া কুলপি,ও তৃতীয় হয় আকাশ সাহা পিতা গোলাম মোর্তজা সাহা এরা সকলে প্রত্যন্ত গ্রামের গরিব দিনমজুরি দিন আনা খেটে খাওয়া পরিবারের সন্তান। তিনি আশ্বাস দিয়ে জান এই ক্যারাটে পাগল ছেলেদের বিদেশে খেলতে গেলে অনেক অর্থের প্ৰয়জন ,তাই সরকারি ভাবে অথবা দলীয় শীর্ষ নেতৃত্ব দের সহযোগিতায় এদের সকলের পাশে থাকবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct