নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: দাবা বিশ্বের একটি জনপ্রিয় খেলা। কথিত আছে দাবা খেলার সর্বপ্রথম সূচনা হয় ভারতবর্ষে। যিনি দাবা খেলেন তাকে দাবাড়ু বলা হয়। আর চাল দিয়ে যখন বিপক্ষের রাজাকে কোণঠাসা করা হয় তখন একে দাবার পরিভাষায় বলে কিস্তিমাত
রাজ্য ব্যাপী একদিনের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সর্বপ্রথম মুর্শিদাবাদের সদর বহরমপুরে। দুটি বিভাগের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ২০০ জন প্রতিযোগী।
অনূর্ধ্ব ১৩ ও সর্বসাধারণের জন্য আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। বহরমপুর কিট চেস একাডেমীর পক্ষ থেকে আজ এই একদিনের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্তমানে যুব সমাজকে তথা বাচ্চাদেরকে মোবাইল মুখি না করে দাবা প্রতিযোগিতায় মনোযোগ করা হয়,এই একাডেমীর লক্ষ্য বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। এই দাবা প্রতিযোগিতায় অভিভাবক অভিভাবিকা দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। আয়োজক ও অভিভাবকদের উহসাহ ছিল চোখে পড়ার মত। জয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct