আপনজন ডেস্ক: মায়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তৎকালীন ক্ষমতাসীন অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলো হামলা চালিয়ে যাচ্ছে। দেশটিতে গণতন্ত্র ফেরাতে তারা লম্বা সময় ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তাদের এই অগ্রযাত্রায় এবার সামিল হয়েছে কিছু মুসলিম গোষ্ঠী। এসব মুসলিমরা খ্রিস্টান-বৌদ্ধদের নিয়ে গঠিত সশস্ত্র বাহিনী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সঙ্গে যোগ দিয়েছেন।
কেএনইউ’র ব্রিগেড-৪ তাদের নাম দিয়েছে থার্ড কোম্পানি। মুসলিম কোম্পানির ১৩০ জন সৈন্য কেএনইউ’র সঙ্গে দিয়েছেন। এ সংখ্যা জান্তা বিরোধী ১০ হাজার সৈন্যদের মধ্যে একটি ক্ষুদ্রতম অংশ।
বিদ্রোহী গোষ্ঠীর কোম্পানি সদরদপ্তরটি আল জাজিরা পরিদর্শন করেছে। মায়ানমারের দক্ষিণে পাহাড় বেষ্টিত একটি জঙ্গলের মধ্যে তাদের সদরদপ্তরটি অবস্থিত।
তাদের সদরদপ্তরটি যেখানে অবস্থিত তার আশেপাশে উপজাতিদের বসবাস এবং ওই রাজ্যটি তারা নিজেদের বলে দাবি করছে। মুসলিম কোম্পানির নেতা ৪৭ বছর বয়সী মোহাম্মাদ ইশার বলেন, মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাওয়ার জন্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরো বলেন, কোনো গোষ্ঠীই নিরাপদে নেই, সবাই সেনাবাহিনীর দ্বারা নির্যাতনের শিকার। এছাড়া জান্তা বাহিনী যতদিন ক্ষমতায় থাকতে যতদিন মুসলিমসহ কেউ শান্তিতে থাকতে পারবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct