আপনজন ডেস্ক: চলমান নিরাপত্তা অভিযানে এক সপ্তাহের মধ্যে প্রায় ২২ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই গ্রেফতারের ঘটনা গত ১০ থেকে ১৬ অক্টোবরের মধ্যে সংঘটিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২১ হাজার ৯৭১ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন প্রদেশে একযোগে চালানো অভিযানের অংশ হিসেবে এই বিশাল সংখ্যক প্রবাসীকে আটক করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ হাজার ১৮৬ জনকে আবাসন আইন লঙ্ঘনের জন্য, ৫ হাজার ৪২৭ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের জন্য এবং ৩ হাজার ৩৫৮ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪২১ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ইয়েমেনি এবং ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যা বেশি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের ৬৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৩৪ শতাংশ ইয়েমেনি, বাকি ২ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক।
বিবৃতিতে আরও জানানো হয়, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৫৩ জন প্রবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে, সৌদিতে বসবাসরত ১৮ জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে গ্রেফতার হওয়া ১৫ হাজার ৭৭৫ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তাদের মধ্যে ১৩ হাজার ৮৮৫ জন পুরুষ এবং ১ হাজার ৮৯০ জন নারী। ইতোমধ্যে গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ৮ হাজার ৩৭০ জনকে দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্দেশ্যে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ২ হাজার ৫৪ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে এবং ১২ হাজার ৩৫৫ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct