জাইদুল হক, আপনজন: রাজ্যের সংখ্যালঘু বিধায়ক মানেই যে শুধু সংখ্যালঘুদের জন্যই বিধানসভায় কথা বলেন এমনটা নয়, তারা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্যও সোচ্চার হয়েছেন। এমন দৃষ্টান্তও রয়েছেন। এলাকার উন্নয়ন ছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা কিংবা সরকারি পরিকল্পনা নিয়ে বেশ কয়েকজন সংখ্যালঘু বিধায়ককে বিধানসভায় বলতে দেখা গেছে। সেই সব প্রশ্নের মধ্যে পানীয় জল থেকে শুরু করে, কারাগারে বন্দির সংখ্যা, কিংবা গ্রন্থাগার থেকে বিধবা ভাতা বিষয়ও স্থান পেয়েছে। চারটি বিধানসভা অধিবেশনে সংখ্যালঘু বিধায়করা যেসব সাধারণ প্রশ্ন উত্থাপন করেছেন তার কিছু নমুনা তুলে ধরা যেতে পারে। নওশাদ সিদ্দিকী জানতে চান, দক্ষিণ ২৪ পরগনা জেলার কত শতাংশ গৃহে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্রেতা সুরক্ষা অফিসের অধীনে শূন্য পদ রয়েছে কিনা। এছাড়া, রাজ্যে ক্রেতা সুরক্ষা দফতরের অফিসে কত শূন্য পদ। সংশোধনাগারে বিচারাধীন বন্দিদের খাওয়া, থাকা ও চিকিৎসা বাবদ বর্তমানে দৈনিক বরাদ্দ টাকার পরিমাণ কত? সাপ্তাহিক খাবারের তালিকা কীরূপ। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ভাঙড় বিধানসভা এলাকায় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রাপকদের সংখ্যা কত। বর্তমানে কলকাতা লেদার কমপ্লেক্সে কর্মরত শ্রমিকদের মধ্যে কতজন শ্রমিক ইএসআই প্রকল্পের অধীনে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে সেখানে কতজনকে নিয়োগ করা হয়েছে। ২০২১-এর ৩১ জানুয়ারি থেকে ২০২৩-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত সেখানে কর্মরত অবস্থায় কতজনের অঙ্গহানি হয়েছে। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্য সরকার ফুরফুরা উন্নয়ন পর্ষদের মাধ্যমে কত টাকা বরাদ্দ করেছে। ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে মোট রেশন কার্ড প্রাপকের সংখ্যা কত। বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল জানতে চান, রাজ্যে অগ্নি নির্বাপণ কেন্দ্র ও সরঞ্জামের আধুনিকীকরণ হয়েছে কিনা। তার জন্য ব্যয়িত অর্থের পরিমাণ কত। ২০২৩-২৪ বর্ষে সুন্দরবন বিষয়ক বিভাগ থেকে কত পরিমাণ মাছের চারা বিতরণ করা হয়েছে, তার জন্য ব্যয় কত। রাজ্যে কতগুলি ব্লক হাসপাতাল আছে। তার মধ্যে কতজন বিএমওএইচ আছেন। ৩১ মে, ২০২২ পর্যন্ত রাজ্যে কতজন রেশন ডিলার ও কেরোসিন ডিলারের পদ খালি আছে। সওকাত মোল্লা জানতে চান, রাজ্যে চালু পুরুষ স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা কত। তাদের কি কি সহায়তা দেওয়া হয়। রাজ্যে ক্ষুদ্র শিল্পের প্রসারে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে।
মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক মোল্লা জানতে চান, মঙ্গলাহাটে ক্ষতিগ্রত বস্ত্র ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ কত। তাদের পুনর্বাসন ও আর্থিক অনুদানের কি ব্যবস্থা নিয়েছে সরকার। সওকাত মোল্লা জানতে চান, রাজ্যের কত শতাংশ গৃহে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। সব জেলার কাজ কবে শেষ হবে। প্রয়াত ইদ্রিশ আলি জানতে চেয়েছিলেন, ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে বিধবা ভাতা প্রাপকদের সংখ্যা কত। ডেবরার বিধায়ক হুমায়ুন কবির জানতে চান, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ২০১৮ থেকে ২০২৩ বছরে কত টাকা পেয়েছে আর কত টাকা সাধারণের জন্য ব্যয় হয়েছে। মুহাম্মদ আলি জানতে চান, সুফল কিয়স্ক খোলা নিয়ম কি। তজমুল হোসেন জানতে চান, ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যে কতগুলি নতুন রাজ্য সড়ক তৈরি ও সংস্কার হয়েছে। তবে, কতজন তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন তা অবশ্য জানা যায়নি। (সমাপ্ত)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct