মোহাম্মদ জাকারিয়া, ডালখোলা, আপনজন: রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি এবং নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে ডালখোলা থানার সামনে কংগ্রেস দলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থকেরা উপস্থিত থেকে বিক্ষোভে অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের ব্যর্থতা ও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এদিন ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে, অথচ প্রশাসন এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা চরম সংকটে পড়েছে বলে দাবি করেছে কংগ্রেস। কংগ্রেস নেতারা অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তার ফলে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে এবং নিরীহ মানুষজন প্রতিদিন ভুক্তভোগী হচ্ছেন। ডালখোলা থানায় বিক্ষোভের পাশাপাশি করণদিঘী থানায়ও ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তুলে ধরা হয় এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডালখোলা ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম যুবক সভাপতি সারোয়ার আলম ব্লক কমিটির সদস্য শেখ শারাফাত ছিলেন, ডালখোলা শহর সভাপতি আলতাফ হোসেন ১৩ নম্বর জেলা পরিষদের প্রাক্তন সদস্য ভবেন ঘোষ, প্রদেশ যুব কংগ্রেস কমিটির সম্পাদক সাহিল নাওয়াজ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct