নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: ভুয়ো সরকারি নথি তৈরি করার অভিযোগে পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত, উদ্ধার ৫৭টি ভুয়ো শীল সহ ৯৪ টি ভোটার কার্ড একটি ল্যাপটপ সাথে পেনড্রাইভ! সরকারি জাল নথি তৈরি করার অভিযোগে আসিস সর্দার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নদিয়ার কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে ধৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুয়ো সরকারি নথি তৈরি করার সাথে জড়িত বলে খবর পায় পুলিশ। সেই মত এই দিন কল্যাণী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশীষ সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে আশিস সর্দারকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ৫৭টি ভুয়ো শিল সহ ৯৪ টি ভোটার কার্ড একটি ল্যাপটপ ও একটি পেনড্রাইভ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা। তবে এর আগেও দেখা গেছে, সাইবার ক্রাইম এর সাথে যুক্ত একাধিক ব্যক্তিকে শায়েস্তা করতে তৎপর হয়েছিল রানাঘাট পুলিশ জেলা। তাদেরকে গ্রেফতার করে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণে আসবাবপত্র, কখনো আধার কার্ড কখনো ভোটার কার্ড সহ জাল নথি। এবার আরো একবার বড়সড় সাফল্য পেলেও কল্যাণী থানার পুলিশ, এখন দেখার সমাজ থেকে কত তাড়াতাড়ি সাইবার ক্রাইম প্রতিরোধ করতে পারে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct