নিজস্ব প্রতিবেদক, বাদুড়িয়া, আপনজন: ইছামতি নদীর প্রায় ৬০ ফুট বাঁধ ভেঙে বাদুড়িয়ার নয়াবস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঁকড়াসুতি, কোটাপাড়া দুটি গ্রাম প্লাবিত হয় । বানভাসী হয় কয়েকশো পরিবার এবং জমির ফসল এবং মাছ চাষের ব্যাপক ক্ষতি হয় । যদিও রাতারাতি স্থানীয় পঞ্চায়েত এবং পূর্ত দফতরের উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় নদীর বাঁধ মেরামত সম্ভব হয়েছে ।
গ্রামবাসীদের দাবি তাদের প্রচুর ক্ষতি হয়েছে । প্রশাসন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। পাশাপাশি নদীর বাঁধটি আরো মজবুতভাবে তৈরি করুক। যাতে আবার নদীর বাঁধ ভেঙে প্লাবিত না হয় গ্রাম । এদিকে,ত্রাণ না পাওয়ায় , পদ্মা নদীর সংস্কার ও ফসলের ক্ষতিপূরণ এর দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষগুলো ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়ার ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের খাজরা , রায়পুর, কানুপুর এলাকার ঘটনা । বাদুড়িয়ার বাগজোলা পঞ্চায়েতের , খাজরা, রায়পুর, কনুপুর সহ বিস্তীর্ণ এলাকা দীর্ঘ দেড় মাস ধরে জলবন্দী অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে জল , এলাকায় কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর সমান জল । কয়েক হাজার বিঘা ফসলের জমি জলের তলায় , বিভিন্ন ফসলের প্রচুর ক্ষতি হয়েছে।
এতদিন ধরে এলাকার মানুষ জলবন্দী হয়ে রয়েছে। কিন্তু কোন প্রশাসনিক কর্তা বা পঞ্চায়েত , বিডিও অফিস থেকে কেউই এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছে না বা কোনরকম ত্রাণ দিচ্ছে না বলে অভিযোগ ।
তাই এলাকার মানুষ শনিবার রাস্তায় নেবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। তাদের দাবি অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করতে হবে এবং পদ্মা নদীর সংস্কার করতে হবে । পদ্মা নদী সংস্কার করলেই এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষ ।যদিও এই বিষয়ে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহনের কর্মাধ্যক্ষ কুমারেশ রায় বলেন,আমরা ইতিমধ্যেই ত্রাণের ব্যবস্থা করেছি ।তবুও সংবাদমাধ্যমের কাছে শুনলাম যারা প্রাণ পায়নি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং তাদের ত্রাণের ব্যবস্থা করব এবং পদ্মা ও যমুনা নদীর সংস্কারের কাজ শুরু হয়েছে। অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct