আপনজন ডেস্ক: হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু প্রতিরোধ গোষ্ঠীকে থামাতে পারবে না। হামাস ছিল এবং থাকবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত বুধবার গাজায় হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে ইসরায়েলি সেনারা। শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন খামেনি। বিবৃতিতে খামেনি বলেন, “সিনওয়ারের মৃত্যু নিঃসন্দেহে প্রতিরোধ গোষ্ঠীর জন্য ক্ষতির ও বেদনাদায়ক। তবে এই প্রতিরোধ ফ্রন্ট বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে অগ্রসর হওয়া বন্ধ করেনি। হামাস বেঁচে আছে এবং বেঁচে থাকবে।“ তিনি বলেন, “আল্লাহর সাহায্যে এবং কৃপায় সব সময় আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকব।” ইরানের কর্মকর্তারা এবং মিত্র গোষ্ঠীগুলো নিজেদের ‘প্রতিরোধ অক্ষ বা গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করে। মধ্যপ্রাচ্যের এই সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিরুদ্ধে সংগঠিত জোট। গত এক বছর ধরে সিনওয়ারকে খুঁজতে হন্য হয়ে অভিযান পরিচালনা করছিল ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলা, অপহৃত ব্যক্তিদের গাজায় জিম্মি করে রাখার মাস্টারমাইন্ড ধরা হয় তাকে। গত বুধবার ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন ইয়াহিয়া সিনওয়ার। ইসরায়েলের প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা যায়, মৃত্যুর আগে ধ্বংসপ্রাপ্ত একটি দালানে আহত অবস্থায় বসে ছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct