আপনজন ডেস্ক: প্রধান বিদ্যুৎ প্ল্যান্টে ত্রুটি দেখা দেওয়ায় দেশব্যাপী ব্ল্যাকআউটের শিকার হয়েছে কিউবা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশটির ১০ মিলিয়ন মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার জাতীয় পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে এ তথ্য জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
গ্রিড কর্মকর্তারা জানান, বিদ্যুৎ পুনঃস্থাপন করতে কত সময় লাগতে পারে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।
দ্বীপটি কয়েক মাস ধরে দীর্ঘ ব্ল্যাকআউটের শিকার হয়েছে। শুক্রবার দ্বীপের বৃহত্তম মাতানজাসে আন্তোনিও গুইটারাস পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেলে দেশটি ব্ল্যাকআউটের মধ্যে পড়ে।
প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বারমুডেজ বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় সকল পদক্ষেপ নেয়া হবে। বিদ্যুৎ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কেউ বিশ্রামে থাকবে না।
জ্বালানি মন্ত্রণালয়ে বিদ্যুৎ সরবরাহের প্রধান লাজারা গুয়েরার পরে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিদ্যুৎ পুনরুদ্ধারের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এর আগে কর্মকর্তারা ঘোষণা করেছিলেন, নাইটক্লাবসহ সকল স্কুল এবং অপ্রয়োজনীয় কার্যক্রম সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। কিছু কর্মীদের বিদ্যুৎ সরবরাহ রক্ষার জন্য বাড়িতে থাকার জন্য অনুরোধ করা হয়েছিল এবং সরকারি পরিষেবা, যেগুলোর গুরুত্ব কম সেগুলো স্থগিত করা হয়।
স্থানীয় মিডিয়া অনুসারে, পিক আওয়ারে বা প্রয়োজনীয় সময়ে ফ্রিজ এবং ওভেনের মতো সরঞ্জামগুলো বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে ২০২১ সালের জুলাই মাসেও দিনব্যাপী ব্ল্যাকআউটের কারণে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছিল।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মূল্যবান খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যায়। অনেক ভবনে পেট্রোল চালিত পাম্পের সাহায্যে পানি সরবরাহ করা হয়। পাম্পে পেট্রোল না থাকলে মৌলিক বা জরুরি কাজগুলো নাগরিকরা আর করতে পারছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct