আর জি কর ঘটনা নিয়ে যখন গোটা দেশ উত্তাল সেই আর জি কর আবহে আবারো এক নাবালিকা স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা গদামথুরাপুর স্বাস্থ্য কেন্দ্রে। ইতিমধ্য ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। নির্যাতিকার পরিবার সূত্রে জানা যায়, গতকাল ঢোলাহাট থানার অন্তর্গত এক নাবালিকা ছাত্রীকে সাপে কামড়ায় এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনেরা প্রাথমিক চিকিৎসা করানোর জন্য গদা মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ওই নাবালিকাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওই নাবালিকার অবস্থার অবনতি হওয়ার কারণে ওই নাবালিকাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই সময় ওই গদামথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরের একটা অ্যাম্বুলেন্স চালক যুবক ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে। গতকাল নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনের ঢোলাহাট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট থানার পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেন। অভিযুক্ত ওই অ্যাম্বুলেন্স চালকের নাম পবিত্র মন্ডল অভিযুক্ত ওই যুবকের বাড়ি ঢোলারহাট থানার অন্তর্গত দিগম্বরপুর এলাকায়। সুন্দরবন পুলিশ জেলার জেলা পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবক পেশ অ্যাম্বুলেন্স চালক। গতকাল ওই যুবকের বিরুদ্ধে নাবালিকার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ঢোলাহাট থানায়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct