আপনজন ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ার নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা হলো। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংক্ষিপ্ত ওই বিবৃতিতে বলা হয়, তেল আবিবের উত্তরে সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলা হয়েছে। শুক্রবার সকালে লেবানন থেকে এই ড্রোন হামলা চালানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের কোনও সদস্য ওই বাসভবনে ছিলেন না। ফলে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এছাড়াও শনিবার সকালে লেবানন থেকে পরিচালিত আরও দুটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী। এসব ড্রোন শনাক্তের পর তেল আবিবে সাইরেন বেজে ওঠে। উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলের হাইফায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওই হামলায় অন্তত পাঁচজন সেনা নিহত হয়। আহত হয় অন্তত ৬৭ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct