সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গত ৮ ই আগস্ট ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ লোকসভায় পেশ করা হয়।যাহা মূলত ১৯৯৫ ওয়াকফ আইন সংশোধন করে। মুসলিম আইনের অধীনে ওয়াকফ আইনটি ধার্মিক ও ধর্মীয় উদ্দেশ্যে স্থাবর বা অস্থাবর সম্পত্তির দান হিসাবে সংজ্ঞায়িত করে। সংশোধন করা বিলটিতে বলা হয়েছে যে, ওয়াকফ হিসাবে চিহ্নিত যে কোনও সরকারী সম্পত্তি তা বন্ধ হয়ে যাবে।স্থানীয় এলাকার কালেক্টর অনিশ্চয়তার ক্ষেত্রে মালিকানা নির্ধারণ করবেন এবং রাজ্য সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেবেন। সেই সমস্ত আইনগত দিক নিয়ে বীরভূমের দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশন মাদ্রাসায় ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার। ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে অনেকে অবগত নন। সেই সচেতনতার লক্ষ্যে মূলত এরূপ আলোচনা সভার আয়োজন বলে জানা যায়।ওয়াকফ বিলে কী কী রয়েছে বা সংশোধনী বিল পাস হয়ে গেলে কী কী অসুবিধার সম্মুখীন হতে হবে সে বিষয়েও আলোকপাত করা হয় সভা থেকে। এদিনের সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবি মাসুদ করিম। এছাড়াও ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান, সংগঠনের সদাইপুর থানা এলাকার সভাপতি মৌলানা ইজাজুল হক। তাছাড়াও জেলার বিভিন্ন ব্লক এলাকার প্রতিনিধি হিসেবে ছিলেন হাফিজ নাসির হোসেন খয়রাসোল, মৌলানা জামসেদ মহম্মদ বাজার, হাফিজ কুতুব সাঁইথিয়া, মৌলানা গুলাম মুস্তাফা মুরারই, আব্দুল জব্বার ময়ূরেশ্বর এবং জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct