সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: সম্প্রতি বিভিন্ন জেলার একাধিক জায়গা বন্যার কবলে পড়ে। যার প্রেক্ষিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকেও জেলার বন্যা কবলিত এলাকার মধ্যে অসহায় এবং গৃহহীন মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর লক্ষ্যে ত্রাণ সংগ্রহের কাজে ঝাঁপিয়ে পড়েন। সেই প্রেক্ষিতে বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের একাধিক শাখা থেকে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী শনিবার এসে পৌঁছল দুববাজপুর ব্লকের সদাইপুর থানার যাত্রা গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশন মাদ্রাসায়। আগামী ২৪ অক্টোবর জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাতে তা তুলে দেওয়া হবে বলে জানান বীরভূম জেলা জমিয়ত সভাপতি মৌলানা আনিসুর রহমান। উল্লেখ্য, জমিয়তে উলামায়ে হিন্দের সদস্যরা সর্বদা মানুষের পাশে থাকেন এবং মানুষের সেবায় নিয়োজিত থাকেন।ইতিপূর্বে করোনা অতিমারীর সময়ও গরিব মানুষদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পোঁছানোর নজির আছে।বিভিন্ন শাখা থেকে আগত ত্রাণ সামগ্রী একত্রিত করনের সময় উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান, সংগঠনের সদাইপুর থানা এলাকার সভাপতি মৌলানা ইজাজুল হক। এছাড়াও বিভিন্ন ব্লকের প্রতিনিধি হিসেবে ছিলেন হাফিজ নাসির হোসেন, মৌলানা জামসেদ, হাফিজ কুতুব,মৌলানা গুলাম মুস্তাফা, আব্দুল জব্বার সহ জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct