সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ , বীরভূম, আপনজন: সম্প্রতি জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর জায়গায় স্থলাভিষিক্ত হন শুভঙ্কর সরকার। সদ্য নবনিযুক্ত জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতির নির্দেশ অনুযায়ী ১৯ শে অক্টোবর,শনিবার রাজ্য ব্যাপী একযোগে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। আইন শৃঙ্খলার অবনতি ও লাগাতার নারী নির্যাতন তৎসহ ধর্ষণ এবং খুনের ঘটনার প্রাতিবাদ জানাতেই মূলত রাজ্যের প্রতিটি থানায় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী বলে জানা যায়। সেইপ্রেক্ষিতে রাজ্যের অন্যান্য এলাকার ন্যায় ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুর থানায় বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘন্টা উক্ত বিষয়গুলোর প্রতি বিক্ষোভ ও থানা ঘেরাও করে কর্মসূচি পালন করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস কর্মীদের বক্তব্য, নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনায় সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি আজ কালিমালিপ্ত। ধর্ষণের মতো সামাজিক রোগ আজ ক্রমবর্ধমান। পাশাপাশি পুলিশ প্রশাসনের ভুমিকায় সাধারণ মানুষ আজ হতাশ। এই পরিস্থিতির প্রতিকার ও প্রতিবাদে ময়ূরেশ্বর - ১ নং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ধর্ষণ,খুন ও নারী নির্যাতন সহ অভিযোগগুলোর গুরুত্ব সহকারে বিচার করে তৎক্ষণাৎ এফ,আই.আর. নথিভুক্ত করতে হবে। এফ.আই.আর. করতে থানায় আসলে তাঁকে ফেরত পাঠানো চলবে না।দলমত নির্বিশেষে পুলিশ কে সক্রিয় হতে হবে। পুলিশ শাসক দলের নয়, প্রশাসনের প্রতিভূ হোক। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দলীয় রঙ বিচার করা চলবে না। বিরোধী দলগুলির কন্ঠস্বরকে দমানোর লক্ষ্যে সরকার বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করতে হবে। শাসকদলের অঙ্গুলি হেলনে নয়, পুলিশ চলুক আইনের শাসন মেনে।এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা।এছাড়াও ছিলেন ময়ূরেশ্বর - ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক বজরুল হক, জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, সমীর দত্ত, ধীরেন দুলুই, সাকাল সেখ,এস.এম.কামারুজ্জামান, ছোট্টু লেট, পায়েল সুলতানা, মাধব দাস প্রমুখ নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct