নাজমুস সাহাদাত , কালিয়াচক, আপনজন: শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজ্যের সকল পুলিশ স্টেশন ঘেরাও কর্মসূচি হয় রাজ্যজুড়ে। গোটা রাজ্যের পাশাপাশি কালিয়াচক-২ জাতীয় কংগ্রেস কমিটির নেতৃত্বে মালদার মোথাবাড়ি থানা ঘেরাও কর্মসূচি ব্লক কংগ্রেস কর্মীবৃন্দদের। এদিনের থানা ঘেরাও কর্মসূচিতে তাদের বক্তব্য, রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং লাগাতার নারী নির্যাতন তৎসহ ধর্ষণ খুনের ঘটনায় সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি আজ কালিমা লিপ্ত। সারা রাজ্যে মাৎস্যন্যায়ের পরিবেশ তৈরি হয়েছে। ধর্ষণের মতো সামাজিক রোগ আজ ক্রমবর্ধমান। কিন্তু পাশাপাশি পুলিশ প্রশাসনের নির্বিকার ভূমিকায় সাধারণ মানুষ আজ হতাশ। এমতবস্থায় এই পরিস্থিতির প্রতিকারে এবং প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারা রাজ্যের সমস্ত থানার সঙ্গে সঙ্গে মোথাবাড়ি থানাতেও আমরা নিম্ন বর্ণিত স্মারকলিপি পেশ করলাম। আমাদের দাবি, ধর্ষণ, নারী নির্যাতন সহ অভিযোগ গুলি গুরুত্ব সহকারে বিচার করে তৎক্ষণাৎ এফ.আই. আর. নথিভূক্ত করতে হবে, কেউ এফ.আই. আর. করতে থানায় আসলে তাকে ফেরত পাঠানো চলবে না, দলমত নির্বিশেষে পুলিশকে সক্রিয় হতে হবে, পুলিশ শাসকদলের নয় প্রশাসনের প্রতিভূ হোক, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দলীয় রং বিচার করা চলবে না, বিরোধী স্বরকে দমানোর লক্ষ্যে সরকার বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করতে হবে, শাসক দলের অঙ্গুলিহেলনে নয়, পুলিশ চলুক আইনের শাসক মেনে।
এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন, কালিয়াচক-২ ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি দুলাল সেখ, মালদা জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী, যুব সভাপতি আখতারুজ্জামান সহ দলের মহিলা কর্মীবৃন্দরা। কালিয়াচক-২ ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি দুলাল সেখ জানান, আজকে অনেকগুলি দাবি জানিয়ে মোথাবাড়ি থানার ভারপ্রাপ্ত অধিকারিককে ডেপুটেশন দিলাম। পশ্চিমবঙ্গে বর্তমানে যেসব অন্যায় অত্যাচার ও অরাজকতা চলছে তার প্রতিবাদে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানা ঘেরাও ও ডেপুটেশন দিলাম। আমরা এখানকার পুলিশকে অবগত করলাম যেসব ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে সেসব ঘটনা যেন আমাদের এখানে কোনভাবেই না ঘটে। মোথাবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের পূর্ণ আস্থা দিয়েছেন এরকম কোন ঘটনা মোথাবাড়ি থানার বুকে ঘটবে না। মালদা জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী বলেন, আমাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি করলাম। আমাদের সাত দফায় এদিনের ডেপুটেশন দেওয়া হয়। পুলিশ প্রশাসন কোন দলের হয়ে নয়, পুলিশ যেন নিরপেক্ষভাবে কাজ করেন। আমরা এই আশা পুলিশ প্রশাসনের কাছ থেকে করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct