নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: সম্প্রতি শ্যামপুরে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামাআতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ শাখা । আজ এক প্রতিনিধিদল শ্যামপুরের উদ্যেশ্য রওনা হলে রাস্তার মাঝে শ্যামপুর যাওয়ার পথেই বাগনানের পর পটল ডাঙা নামক এক স্থানে পুলিশ প্রশাসন শ্যামপুরে ১৪৪ ধারা জারি আছে বলে তাদের গাড়ি আটকে দেন এবং পরে হাওড়া রুরাল এর এসডিপিও জামাত প্রতিনিধি দলকে বাগনান থানার প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেন ।
বাগনান থানায় প্রশাসনিক আধিকারিকের সঙ্গে শ্যামপুরে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা বিষয়ে বিস্তারিত কথা হয় জামাতের প্রতিনিধি দলের । দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শাদাব মাসুম ।
এছাড়াও তিনি বলেন, আমাদের কাছে খবর এসেছে যে, এই সহিংসতার ঘটনায় কিছু নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । প্রশাসন যেন প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বার করে এবং কেবলমাত্র যারা এই সহিংসতা ঘটানোর ষড়যন্ত্র ও উসকানি দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় -- সে দাবি জানান তিনি । প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন জামা’আতে ইসলামী হিন্দের বিভাগীয় সম্পাদক সাদাব মাসুম সাহেব, এডভকেট রফিকুল ইসলাম সাহেব, দাওয়াহ বিভাগের সেক্রেটারি জনাব নাসিম আলী সাহেব,হাওড়া জেলার জেলা নাজিম ডাক্তার নুর আহমাদ মোল্লা সাহেব,সহকারী জেলা নাজিম সেখ জামিনুল ইসলাম সাহেব ও ইউসুফ খান সাহেব প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct