নিজস্ব প্রতিবেদক l, বাঁকুড়া, আপনজন: গত মাসের ১৪ তারিখে বাঁকুড়া থানার জলহরি গ্রামের নাসরুল মিদ্যাকে পিটিয়ে খুন করা হয়েছিল। অভিযোগ, তিনি নাকি মোটরবাইক নিয়ে একটি ফুচকা বিক্রেতাকে ধাক্কা মেরেছিলেন। ঘটনাটি বাঁকুড়া শহরের কাছে বোলাড়া বুরুট গ্রামে ঘটেছিল। গণপিটুনির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে ২৩ দিনের মাথায় এই পাঁচজনই জামিন পেয়ে গেছে। শনিবার জলহরি গিয়ে আইএসএফ চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য নওসাদ সিদ্দিকী নিহতের পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। তিনি পুলিশের গাফিলতির তীব্র ধিক্কার জানান। তাঁর অভিযোগ, পুলিশের গা ছাড়া মনোভাবের ফলে এই তদন্ত শুধু ঢিমেতালে চলছে শুধু নয়, অপরাধীরা জামিনও পেয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি গ্রামবাসীদের কোন প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়ে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টাকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে।তিনি আরো বলেন, এই ঘটনার পরে প্রশাসনের পক্ষ থেকে কেউ পরিবারের সঙ্গে দেখা করেনি। এমনকি শাসক দল তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের পক্ষ থেকেও কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। নওসাদ সিদ্দিকী সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবী তুলে বলেন, ঘটনার একমাস হয়ে যাওয়ার পরও পরিবার নিহতের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায়নি। অবিলম্বে এই রিপোর্ট হাতে পেতে তিনি পরিবারকে পুলিশ আধিকারিকদের কাছে চিঠি দেওয়ার পরামর্শ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct