আপনজন ডেস্ক: কলকাতা ডার্বিতে পাল তোলা নৌকার কাছে হাল ধরতে পারল না ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ক্লাবকে দু গোলে হার স্বীকার করতে হল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। আর মোহনবাগানের এই জয়ের নায়ক হয়ে উঠলেন দুই অস্ট্রেলিয়ান ফুটবলার। দুই অস্ট্রেলিয়ানের দাপটে ফের কলকাতা ডার্বিতে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধের ৪১ মিনিটে জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। এরপর দ্বিতীয়ার্ধে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান দিমিত্রি পেট্রাটস। ফলে ২-০ জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধের শুরু থেকে মোহনবাগান সুপার জায়ান্টের দাপট দেখা গেল। বিশেষ করে লেফট উইং দিয়ে লিস্টন কোলাসোর দৌড় ইস্টবেঙ্গল রক্ষণের দুর্বলতা প্রকট করে দিচ্ছিল। সহজ সুযোগ নষ্ট না করলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতেন লিস্টন। মনবীর নিজে শট নিতে গিয়ে বারের অনেক উপর দিয়ে বল উড়িয়ে দেন। লিস্টনকে আটকাতে ৭১ মিনিটে মহম্মদ রাকিপের পরিবর্তে লালচুংনুঙ্গাকে রাইট ব্যাক হিসেবে মাঠে নামান ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। নন্দকুমার শেখরকে তুলে জেসিন টি কে-কে মাঠে নামানো হয়। কিন্তু এই পরিবর্তনগুলিতে কোনও লাভ হল না।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর আশা খুব একটা ছিল না। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের একমাত্র বক্স স্ট্রাইকার ডেভিড লাললানসাঙ্গাকে তুলে উইঙ্গার পি ভি বিষ্ণুকে মাঠে নামান ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ। ফলে ইস্টবেঙ্গলের আক্রমণের ধার আরও কমে যায়। ক্লেইটন সিলভাকে কেন প্রথম একাদশে রাখা হল, কেনই ৬৫ মিনিট পর্যন্ত খেলানো হল, সেটা স্পষ্ট নয়। ৬৫ মিনিটে কোনও ভূমিকাতেই দেখা গেল না ক্লেইটনকে। তাঁর পরিবর্তে মাঠে নামানো হল গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকসকে। ইস্টবেঙ্গল সমর্থকরা আশায় ছিলেন, গত মরসুমের আইএসএল-এ সর্বাধিক গোল করা দিমি কলকাতা ডার্বিতে সমতা ফেরাবেন। কিন্তু সেই আশা পূরণ হল না। ইস্টবেঙ্গলের ফুটবলারদের মধ্যে জয়ের তাগিদ দেখা গেল না। দল যখন পিছিয়ে, তখনও ব্যাক পাসের ছড়াছড়ি দেখা গেল। কলকাতায় পা রাখার ১৫ ঘণ্টার মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হন ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ। লাল-হলুদে তাঁর শুরুটা ভালো হল না। ফলে শুরুতেই চাপে পড়ে গেলেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct