সুব্রত রায়, আপনজন, আপনজন: বারবার বৈঠক আর তারপর হতাশা। এদিকে সোমবার দাবি না মানলে মঙ্গলবার ধর্মঘটের হুঁশিয়ারি শুক্রবার রাতে দেন জুনিয়র ডাক্তাররা। আর ঠিক তার পর দিনই শনিবার দুপুরে নাটকীয়ভাবে অনশন মঞ্চে উপস্থিত হন মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। আর মুখ্য সচিবের ফোন মারফতই অনশনকারীদের বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “অনশন তুলতে অনুরোধ করছি, আলোচনায় বসো”।
শুক্রবারই সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। বৈঠকের পর জুনিয়র চিকিৎসকদের জানিয়েছেন, সোমবার পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। ওই সময়ের মধ্যে সাড়া না মিললে মঙ্গলবার হাসপাতালে হাসপাতালে সর্বাত্মক ধর্মঘট হবে। সেই ধর্মঘট পালন করবেন সিনিয়র এবং জুনিয়র ডাক্তারেরা। আর ২৪ ঘন্টা পার না হতেই অনশন মঞ্চে পৌঁছে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলিয়ে দিলেন মুখ্য সচিব। এদিন ফোনবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “অনশন তুলতে অনুরোধ করছি। তোমরা আলোচনার বসো। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি। প্রায় সব ক’টিই দাবি পূরণ হয়েছে। ৩-৪ মাস সময় দাও। হাসপাতালগুলিতে নির্বাচন করাব। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও।’
পরে ইমেলে মুখ্য সচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন, অনশন প্রত্যাহার করে ২১ অক্টোবর সোমবার ১০জন সহযাত্রীকে নিয়ে নবান্ন সভাঘরে বৈঠকে যোগ দিন। শত ব্যস্ততার মধ্যেও মাননীয়া মুখ্যমন্ত্রী এই বৈঠকের জন্য ৪৫মিনিট সময় বরাদ্দ করেছেন। নবান্ন সভাঘরে বিকাল সাড়ে চারটের মধ্যে পৌঁছতে এবং ১০জন প্রতিনিধির নাম ইমেইল মারফত জানাতে অনুরাধ করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct