নিজস্ব প্রতিবেদক , কাঁথি, আপনজন: কাঁথি দেশপ্রাণ ব্লক ও কাঁথি থানা এলাকায় দেউলপোতা গ্রামে মদের আসরে বচসা থেকে খুনের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। জানা গেছে , বৃহস্পতিবার রাতে ওই এলাকার পূর্ব আমতলিয়ার বাসিন্দা গোবিন্দ পাত্র-৪৫ (পেশায় ব্যাবসায়ী ও সুদ কারবারি) কে মদেরআসরে দেউলপোতা গ্রামে ডাকে অভিযুক্ত উত্তম পাত্র(৩৫) সহ কয়েকজন। পেশায় সুদ ব্যাবসায়ী গোবিন্দ বহু দিন আগে টাকা ধার দিয়েছিল অভিজিৎ পাত্রকে। গোবিন্দ টাকার জন্য চাপ দিচ্ছিল বলেই জানা যাচ্ছে। আর সেই থেকেই একটি পরিকল্পনা করে গোবিন্দকে বাড়ি থেকে ডেকে আনে বলে খবর। আসরে মদ খাওয়ার সময় টাকার প্রসঙ্গে আলোচনা ও বচসা হলে পাশে থাকা গোটা ইট দিয়ে প্রথমে তাকে মাথায় মারে এবং পরে সেই ইট দিয়ে পুরো মাথা থেঁতলে দেয় বলে স্থানীয়রা জানান। পরে খবর রাতে জানা জানি হতেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বলে জানা গেছে। সমগ্র ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত উত্তমের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই দমকল বাহিনী ও বিশাল পুলিশ ফোর্স। পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত উত্তম পাত্র ও বাটুল মাইতিকে গ্রেফতার করেছে। ওই এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। এদিকে,বর্ধমান স্টেশনে আরপিএফ অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ হকারদের।বর্ধমান রেলওয়ে স্টেশনে শুক্রবার আরপিএফ অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ হকারদের। তাদের দাবি বর্তমান কেন্দ্রীয় সরকার হকারদের উচ্ছেদ করতে ব্যস্ত। তাই দীর্ঘদিন ধরে হকারি করে আসা মানুষজন যাতে হকারই করতে পারে তার জন্যই আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো।
তারা জানান, আরপিএফ যেভাবে অত্যাচার করছে তাদের ওপর এরপর তারা আর চুপ করে বসে থাকবে না দরকার পড়লে কলকাতার ডিআরএম অফিসে যাবেন। তাতে কিছু না হলে তারা দিল্লি পর্যন্ত যাবে। ইতিমধ্যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদের সঙ্গে হকাররা কথা বলেছেন। তাদের উপর আর পি এফ এর অত্যাচারের কথাও বলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct