তানজিমা পারভিন ,হরিশ্চন্দ্রপুর, আপনজন: রেলিং ভাঙা দুর্বল সেতু দিয়ে ঝুঁকির পারাপার। দীর্ঘ ১০ বছর ধরে রেলিং ভাঙা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেতুটি। ঘটছে দুর্ঘটনাও। তবুও সেতুটি সংস্কারের কোন উদ্যোগ নেই প্রশাসনের। এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বসতপুর গ্রামে বাহাদুরা খালের উপরে ব্রিজটি রয়েছে।
দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডল দ্রুত ব্যবস্থা নেবার জন্য জেলায় বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে ১৯৯১ সালে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের সময় সেতুর দুই পাশে রেলিং ছিল। কিন্তু সেতুটি নির্মাণের প্রায় ১০ বছরের মধ্যে দুই পাশের রেলিং ভেঙে যায়। সেই সঙ্গে সেতুটির জরাজীর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি দুটি টোটো বা অন্য কোন বাহন চলাচল করাও ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দা মহম্মদ আব্দুল মজিবুল হক ও সফিকুল আলিরা বলেন, এই সেতুর উপর দিয়ে বরুই ও তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫ টি গ্রামের মানুষ যাতায়াত করে। সেতুর দুই পাশের রেলিং পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে। সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। সেতু থেকে রড বেরিয়ে এসেছে। সেতুর ওপর দিয়ে যেকোনো যানবাহন চলাচল কষ্টকর ব্যাপার হয়ে উঠেছে। এই সেতুর ওপর দিয়ে দিনের বেলা কোনো রকমে চলাচল করা গেলেও রাতের বেলা অন্ধকারে চলাচল খুব কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। আমরা গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিও কে একাধিকবার জানিয়েছি। সেতুটি সংস্কারের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমা খাতুন বলেন, আমাকেও ওই সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয়। বিডিওকে সংস্কার করার বিষয়টি জানিয়েছি। জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, অনেকদিন ধরেই সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। আমি শিঘ্রই জেলায় জানাব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct