এহসানুল হক , বসিরহাট, আপনজন: হাড়োয়া বিধানসভায় উপ নির্বাচন নিয়ে শুক্রবার সকাল থেকেই সরগরম হয়ে রয়েছে হাড়োয়ার বিস্তীর্ণ এলাকা । এর নেপথ্যে পোস্টার বিতর্ক । সেখানে একের পর এক পোস্টার পড়েছে তাতে লেখা রয়েছে উপনির্বাচনে ভূমিপুত্র কে চাই । পোস্টারের একেবারে প্রথমেই লেখা, ‘২০২৪-এর উপনির্বাচনে হাড়োয়া বিধানসভায় বহিরাগত নয় । আমরা চাই, কাছের মানুষ । কাজের মানুষ, এলাকার ভূমিপুত্র ।পোস্টারের একেবারে নিচে লেখা, ‘তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, হাড়োয়া বিধানসভা কেন্দ্র’!
প্রার্থনায় হাড়োয়ার নাগরিক সমাজ,, একাধিক জায়গায় এই পোস্টার পড়তেই জোর চর্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে । এই নিয়ে তৃণমূল কংগ্রেসের উচ্চপদস্থ নেতৃত্ব মুখ খুলতে চাইনি, তারা বলেন আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাড়োয়া উপনির্বাচনে যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব, যাকে দেবেন তার হয়ে আমরা লড়াই করব। হাড়োয়ার এক তৃণমূল নেতা বলেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় উপনির্বাচনের বিষয় নিয়ে পোস্টার পড়েছে, তাতে লেখা রয়েছে ভূমিপুত্র কে চাই তৃণমূল কংগ্রেস প্রার্থী। তবুও বলবো এলাকার মানুষের একটা আবেগ হাড়োয়ার কোন ভূমি পুত্রকে যদি প্রার্থী করে তাহলে তারা খুশি হবেন, এটাই তারা দাবি রেখেছেন। যদিও বিজেপি থেকে দাবি করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে হাড়োয়ায়। যার ফলে কর্মী সমর্থকরা তারা খুব উগরে দিচ্ছেন পোস্টারের মাধ্যমে। তৃণমূল ওদের নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল প্রার্থী নিয়ে। যদিও তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতৃত্ব জানান, তৃণমূল কংগ্রেসের ভিতর কোন গোষ্ঠী কোন্দল নেই। যারা ভাবছেন গোষ্ঠী কোন্দল বলে তৃণমূল কংগ্রেসকে ভাগ করব, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাকেই প্রার্থী করবেন তার হয়েই তৃণমূল কর্মীরা লড়াই করবে সবাই ঝাঁপিয়ে পড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct