আপনজন ডেস্ক: বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ (বিএইচআরপি)’র উদ্যোগে পঞ্চদশ জাতীয় সেমিনার ২০২৪ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হহয়বে। সেমিনারে “প্রত্নতাত্ত্বিক ভাষ্যে চট্টগ্রামের পঞ্চধারা ধর্মীয় নিদর্শন : প্রত্ন-পর্যটনের অপার সম্ভাবনা” শীর্ষক গবেষণা প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতিতাত্ত্বিক জাদুঘর, আগ্রাবাদ, চট্টগ্রামের উপপরিচালক কাম কীপার, বিশিষ্ট ইতিহাসবিদ ও লেখক ড. মোহাম্মদ আতাউর রহমান। সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য, প্রবীণ ইতিহাসবিদ মো. ফখরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্রের উপদেষ্টা চেয়ারম্যান লায়ন দুলাল কান্তি বড়ুয়া। মূখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বাংলার রেনেসাঁর সম্পাদক আজিজুল হক। ছিলেন নুর নবী জমাদার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুর হোসেন রানা, ডা. ম আ মুক্তাদীর, জহুরুল আনোয়ার, মোহাম্মদ আবদুর রহিম, আবুল হোসাইন, ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, দেলোয়ার হোসেন মানিক, জিএম মামুনুর রশীদ, বেলাল হোসেন, সজল দাশ, এস.এম ওসমান, তারিফ হোসেন, হানিফ মান্নান, সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জাবেদ, শৈবাল দে, নয়ন বড়ুয়া প্রমূখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct