আপনজন ডেস্ক: মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার হত্যার পর এবার নতুন নেতা হিসেবে খালেদ মেশালের নাম শোনা যাচ্ছে। যদিও হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে একাধিক সংবাদমাধ্যম খালেদের নাম প্রকাশিত হয়েছে। সূত্রের বরাতে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম এলবিসিআই নিউজ এক প্রতিবেদনে জানায়, খালেদ মেশাল হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন।সূত্রগুলো বলছে, ইয়াহিয়া সিনওয়ারের নিহতের বিষয়টি এরইমধ্যে হামাসের নেতৃত্ব তুরস্ক, কাতার এবং মিশরের কর্মকর্তাদের জানিয়েছে। সেইসঙ্গে জোর দিয়ে বলা হয়েছে, সিনওয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা ক্রমশ কঠিন হয়ে উঠবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct