আপনজন ডেস্ক: হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গাজায় হামাসের প্রধান খলিল হায়া।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিভিশনে দেওয়া বক্তব্যে খলিল হায়া বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হওয়া পর্যন্ত এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার না করা পর্যন্ত হামাসের হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে দেওয়া হবে না।
ইয়াহিয়া সিনওয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হায়া বলেন, তিনি ছিলেন অটল, সাহসী ও নির্ভীক। আমাদের মুক্তির জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন।
খলিল হায়া বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সিনওয়ার মাথা উঁচু করে ছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুদের দিকে গুলি চালিয়েছেন। তিনি তাঁর সমগ্র জীবন একজন ন্যয়নিষ্ঠ যোদ্ধা হিসেবে কাটিয়েছেন। ছোটবেলা থেকেই সিনওয়ার ছিলেন একজন অসীম সাহসী যোদ্ধা।
গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের পক্ষ থেকে হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়, বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন। ওই তিনজনের মরদেহের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সিনওয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। এই হামলার পর গাজায় অভিযানের নামে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গত আগস্টে ইরানের তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর হামাসের নেতা হন সিনওয়ার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct