জাইদুল হক, আপনজন: রাজ্যের মধ্যে সবচেয়ে সংখ্যালঘু অধ্যুষিত জেলা হচ্ছে মুর্শিদাবাদ। শুধু তাই নয়, রাজ্যের মধ্যে সবচেয়ে জনসংখ্যা অধ্যুষিত জেলাও মুর্শিদাবাদ। ২০১১ জনগণনা অনুযায়ী মুর্শিদাবাদের মোট জনসংখ্যা ৭১, ০২, ৮০৭জন। জন ঘনত্ব প্রতি িকলোমিটার ১৩৩৪জন। মোট জনসংখ্যার ৬৬.২৭ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। ২২ জন বিধায়কের মধ্যে ১৬ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। বাস্তবে দেখা গেছে মুর্শিাদাবাদ রাজ্যের মধ্যে শিক্ষায় সবচেয়ে শুধু পিছিয়ে নয়, উন্নযনের নিরিখেও অনেকটাই পিছনের সারিতে। পিছিয়ে পড়া এই সব মানুষদের আশা ভরসা জনপ্রতিনিধিরা। মুর্শিদাবাদে সংখ্যালঘু বিধায়কের আধিক্য থাকায় তাদের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সেই ভরসার জায়গাটা কতটা তা সেখানকার মানুষজনই বলতে পারবেন। তবে, হাতে গোনা কয়েকজন সংখ্যালঘু বিধায়ক ছাড়া আর কেউ যে তার নিজ এলাকার উন্নয়ন নিযে মুখ খোলেননি বিধানসভায় অধিবেশন তথ্য পরিসংখ্যাানে তা স্পষ্ট। এ বিষযে তারিফ করতে হয় লালগোলার বিধায়ক মুহাম্মদ আলি ও ভগবানগোলার প্রয়াত বিধায়ক ইদ্রিশ আলিকে। তারাই মুর্শিদাবাদের নানা উন্নয়ন বিষয়ে সবচেয়ে বেশি জানতে চেয়েছেন বিধানসভা। আর মাত্র গত তিন বছরে বিধানসভায় মাত্র একটি প্রশ্ন উত্থাপন করে নিজের অস্তিত্ব বজায় রেখেছেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।
বিধানসভার মৌখিক প্রশ্নের তথ্য বিশ্লেষণকরে দেখা গেছে, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ মুহাম্মদ আলি জানতে চান, লালগোলায় অগ্নি নির্বাপণ কেন্দ্র খোলার কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা।
প্রশ্ন করেন, লালগোলার নাটাতলা মোড় থেকে কুলগাছি বটতলা পর্যন্ত বাঁধটি মেরামতের জন্য সরকারের কোনও পরিকল্পনা রয়েছে কিনা।
৪ আগস্ট, ২০২৩ প্রয়াত ইদ্রিশ আলি জানতে চেয়েছিলেন, ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে বিধবা ভাতা প্রাপকদের সংখ্যা কত। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে বিধবা ভাতার সংখ্যা কত।
২১ ফেব্রুয়ারি, ২০২৩ মুহাম্মদ আলি জানতে চান, সুফল কিয়স্ক খোলা নিয়ম কি। মুর্শিদাবাদ জেলায় কতগুলি সুফল কিয়স্ক খোলা হয়েছে। লালগোলায় এমন কিয়স্ক খোলার পরিকল্পনা আছে কিনা। ২৩ নভেম্বর, ২০২২ জানতে চান মুর্শিদাবাদের চুনাখালি থেকে জঙ্গিপুর পর্যন্ত রাজ্য সড়ক চওড়া করার পরিকল্পনা সরকারের আছে কিনা। ২৪ নভেম্বর, ২০২২ মুহাম্মদ আলি জানতে চান, লালগোলার বিচ্ছিন্ন গ্রাম চর গয়েশপুরে কোনও রেশন ডিলার নিয়োগের পরিকল্পনা সরকারের আছে কিনা। ২০ সেপ্টেম্বর জানতে চান, লালগোলায় নতুন কোনও এডিএস অফিস খোলার পরিকল্পনা রয়েছে কিনা। লালগোলার তিলের খাজা ইত্যাদি কুটির শিল্প অবলুপ্তির পথে। তার জন্য সরকার কি কোনও কোনও পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে। ১৬ নভেম্বর ২০২১ প্রয়াত ইদ্রিশ আলি জানতে চান, আখেরিগঞ্জে নদীর চরে কোনও ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে কিনা। সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জানতে চান, সামশেরগঞ্জে গঙ্গার ভাঙন রোধে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে, সংখ্যালঘু বিধায়কের পাশাপাশি মুর্শিদাবাদ পেয়েছে একজন মন্ত্রী। রঘুনাথগঞ্জের বিধায়ক আইনজীবী আখরুজ্জামান এখন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
তা সত্ত্বেও দেখা যাচ্ছে, মুর্শিদাবাদের তিনজন সংখ্যালঘু বিধায়ক ছাড়া বাকিরা সব নীরব। তাহলে কি তাদের নিজ এলাকার মানুষের উন্নয়নের দায়বদ্ধতার থেকে তারা ক্রমশ দূরে যাচ্ছেন?
(ক্রমশ...)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct