সুব্রত রায়, কলকাতা, আপনজন: ফের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে হুমকি দিলেন। সোমবারের মধ্যে রাজ্য সরকার ব্যবস্থা না নিলে এবং তাদের দাবি না মানলে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য শুরু হবে স্বাস্থ্য ধর্মঘট। এর পাশাপাশি এই কদিনের মধ্যে যদি কোন ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী। কখনো মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ আবার কখনো হুমকির সুরে দাবিদাওয়া আদায় করে নেওয়ার চেষ্টা শুরু হয়েছে আন্দোলনকারীদের মধ্যে থেকে। যদিও আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ মনে করছেন এই আন্দোলনটি এখন পুরোপুরি বাম ও অতিবাম দ্বারা পরিচালিত হচ্ছে। তাই কোন সিদ্ধান্ত এখন নিতে পারছেন না আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা বাধ্য হচ্ছেন তারা গ্রহণ করতে। এদিকে শুক্রবার রাতে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের বৈঠক ছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে । ওই বৈঠকে সূত্রের খবর অনুযায়ী এই আন্দোলন কত দিন চলবে এবং এতে তাদের পড়াশোনার কি রকম ক্ষতি হচ্ছে তা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হয়। অর্থাৎ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা যে এই আন্দোলন থেকে বেরোবার পথ খুঁজছেন এদিনের বৈঠকে তা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে।
যদিও বাম ও অতি বামেদের নির্দেশে শুক্রবার রাতে বৈঠক শেষ হওয়ার পর একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন জুনিয়র আন্দোলনরত চিকিৎসকরা। শনিবার দুপুরে ন্যায় যাত্রার নামে মিছিলের ডাক সোদপুরে নির্যাতিতার বাড়ির সামনে থেকে অনশন মঞ্চ অবধি। এই মিছিলে যোগ দেওয়ার জন্য নির্যাতিতার বাবা-মাকে অনুরোধ জানাবেন চিকিৎসকরা। সাধারণ মানুষকে এই মিছিলে যোগ দিতে আহ্বান আন্দোলনকারীদের। আগামী রবিবার মহাসমাবেশের ডাক ধর্মতলা অনশন মঞ্চে।
এই সময়ের মধ্যে রাজ্য সরকার যদি সদিচ্ছা না দেখায় তাদের এবং যে ১০ দফা দাবি সেটা মানা না হলে আগামী সপ্তাহের সোমবার সমস্ত হাসপাতালগুলিতে অবস্থান বিক্ষোভ শুরু হবে। আগামী মঙ্গলবার রাজ্য জুড়ে স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হবে সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলিতে এবং হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী কে যদি ধর্মঘটে সময় কিছু হয় তাঁর জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী দায়ী থাকবে। পরিষ্কার জানিয়ে দিলেন সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তার ফোরামস্। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে পড়ুয়া চিকিৎসক দেবাশীষ হালদার বলেন , শনিবার সোদপুর থেকে অনশন মঞ্চ পর্যন্ত মিছিল।মিছিলে সকলকে সামিল হওয়ার আবেদন।
রবিবার বড়ো সমাবেশ ধর্মতলায়।আগামী সোমবার পর্যন্ত দেখবেন তাঁরা।না হলে মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘট শুরু হবে অনির্দিষ্টকালের জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct