আপনজন ডেস্ক: শুক্রবার সকালে হঠাৎই শিয়ালদহর ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও মুহূর্তেই তা বিধ্বংসী আকার ধারণ করে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালে থাকা প্রায় ৮০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলেও, আরও দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখানেই শ্বাস রোধ হয়ে মৃত্যু হয় উত্তম বর্ধনের। গোটা ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। তবে কিভাবে এই আগুন লাগল তা এখনো জানা সম্ভব হয়নি। তদন্তে দমকল ও প্রশাসন।
জানা গেছে, ভিন রাজ্য থেকে চিকিৎসা করিয়ে আসার পর উত্তম বর্ধনের শারীরিক অসুস্থতা আবারও বেড়ে যাওয়ায় গাইঘাটা থানার ঢাকুরিয়া এলাকার বাসিন্দা বছর ৪৭ এর উত্তম বর্ধনকে ভর্তি করা হয়েছিল শিয়ালদহ পার্শ্বস্ত ইএসআই হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তার। খুব শীঘ্রই চিকিৎসকদের তরফ থেকে ছুটি দেওয়ার কথাও জানানো হয়েছিল পরিবারকে। তবে এদিনই যেন শেষ হয়ে গেল সবকিছু। শুক্রবার সকালে বাড়িতে এসে পৌঁছল চরম দুঃসংবাদ। ই এস আই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় উত্তম বর্ধনের। পরিবারের কাছে খবর আসতেই রীতিমতো শোকের ছায়া গোটা এলাকায় নেমে আসে। টিউবয়েলের বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তিনি। রয়েছে এক মেয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct