নিজস্ব প্রতিবেদক, বর্ধমান: বিরল ঘটনা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, ২৪ ঘন্টায় জন্ম নিল ১৮ টি যমজ সন্তান।বিরল ঘটনা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে একইদিনে জন্ম নিলো ৯ জোড়া জমজ বাচ্ছা। ২৪ ঘন্টায় এতগুলি যমজ বাচ্চার জন্ম এর আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হয়নি। লক্ষ্মী পূজার দিন তা রেকর্ড গড়ল।জন্ম নেওয়া ১৮ টি শিশুর মধ্যে ১১জনই কন্যা। বাকি ৭টি পুত্র সন্তান। আপাতত মা এবং শিশুরা সবাই সুস্থ বলে বর্ধমান মেডিকেল কলেজ প্রসূতি বিভাগ সুত্রে জানানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসপাতালের বহির্বিভাগের উপরে থাকা স্ত্রী এবং প্রসূতি বিভাগের এই ‘বিরল’ ঘটনা ঘটে। এখানেই নয়জন মা সারাদিনের মধ্যে যমজ বাচ্ছার জন্ম দেন। আরও উল্লেখযোগ্য এই ১৮টি সদ্য জাতের মধ্যে ১১টি কন্যা সন্তান। শিশুগুলির মধ্যে ৫টি শিশুর ওজন সামান্য কম থাকায় তাঁদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাঁদের ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট’ এ রাখা হয়েছে। যদিও সব শিশুই সুস্থ এবং তাঁরা বিপদমুক্ত। সদ্যোজাতদের জন্ম দেওয়া মায়েরাও সুস্থ আছেন। বর্ধমান হাসপাতালে এসে BMCH এ এমএসভিপি তাপস ঘোষ মহাশয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন একদিনে এতগুলি যমজ শিশুর জন্ম পশ্চিমবাংলার কোন মেডিকেল কলেজে হয়তো হয়নি ।এই প্রথম বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হল। লক্ষ্মী পূজার দিন এতগুলি সদ্যোজাত পৃথিবীর আলো দেখায় খুশি সকলে। বিশেষ করে ১১ টি যমজ কন্যা সন্তান হওয়ায় সকলের দাবি লক্ষ্মী এলো ঘরে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct