মোল্লা মুয়াজ ইসলাম, জামালপুর, আপনজন: শস্যগোলা পূর্ব বর্ধমানে খাদ্যশস্য শুধু জেলা নয় রাজ্য দেশ ছাড়িয়ে এমনকি বিদেশের মাটিতেও পারি দেয়। আমন ধান ও বোরো ধান উৎপাদনে দেশের প্রথম সারিতে আছে পূর্ব বর্ধমান। আবার গোবিন্দভোগ বা খাস ধান উৎপাদনে পূর্ব বর্ধমান পৃথিবীর সেরা জায়গায় আছে। খাম খেয়ালী বৃষ্টিতে পূর্ব বর্ধমানের চাষীদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। লাভের আশায় সব্জি চাষ করলেও, ক্ষতির আশঙ্কায় আছেন পূর্ব বর্ধমান জেলার কৃষকরা। শস্যভান্ডার হিসেবে পরিচিত এই জেলায় আউস ধান, বোরো ধান, সুগন্ধি ধানের পাশাপাশি সব্জি চাষও প্রচলিত। তবে চলতি বছরে সব্জি চাষ করে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন, মূলত প্রতিকূল আবহাওয়ার কারণে।
জামালপুরের চাষি হরিহর বাগের কথায়, তিনি এক বিঘেরও বেশি জমিতে পটল, বেগুন, ও লঙ্কা চাষ করেছিলেন। কিন্তু অপ্রত্যাশিত আবহাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রবল বর্ষণ দু’বার হলেও সব্জি ফলনের জন্য প্রয়োজনীয় পরিবেশের অভাব রয়ে গেছে। তবুও চাষিরা আশা ছাড়েননি, ফলনের পরিমাণ বাড়ানোর জন্য নিয়মিত পরিচর্যা চালিয়ে যাচ্ছেন।
হরিহর বাগ আরও জানান, ধানের তুলনায় সব্জি চাষে লাভ বেশি হওয়ায় তিনি সব্জি চাষের দিকে ঝুঁকেছিলেন। পটল আগেই ফলতে শুরু করলেও, বেগুনের ফলন মাত্র শুরু হয়েছে। কিন্তু ফলন কম হওয়ায় চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন, এবং লাভের আশায় শঙ্কা তৈরি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct