মোহাম্মদ জাকারিয়া, ডালখোলা, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদীঘি থানার লাহুতোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মেহেন্দাবাড়িতে শিমুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। বৃহস্পতিবার দুপুর নাগাদ এই পারিবারিক বিবাদ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে, যেখানে কমপক্ষে দশ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে মহিলারাও রয়েছেন।
সংঘর্ষের মূল কারণ হিসেবে ইসমাইল হকের পরিবারের অভিযোগ, কফিরুদ্দিনের পরিবারের সদস্যরা আচমকাই তাদের জমিতে ঢুকে ছুরি, বাঁশসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। সেই সময় বাড়ির মহিলারা পুরুষদের বাঁচাতে এগিয়ে আসেন, ফলে তারাও আক্রান্ত হন। ইসমাইল হক, জিব্রাইল হক, আসরাফুল আলি, হারুন রশিদ, সাকিলা বিবি, রেবিনা খাতুন এবং পারভিন গুরুতরভাবে আহত হন। তাদের রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং করণদীঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। করণদীঘি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হারুন রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
অপর পক্ষের বক্তব্য অনুযায়ী, নাজির হোসেন বলেন, তাদের জমিতে শিমুল গাছ ছিল, যা বন দপ্তরের অনুমতিক্রমে কাটা হচ্ছিল। এই কাজেই বাধা দিতে আসে ইসমাইলের পরিবার, যার ফলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। হারুন রশিদের পরিবারের অভিযোগ, কফিরুদ্দিন এবং তার লোকজন অস্ত্র নিয়ে আক্রমণ চালায় এবং বর্তমানে তাদের পরিবারের সদস্যদের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে, এবং স্থানীয়দের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct