সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: লাগাতার বৃষ্টিতে বিঘারর পর বিঘা কাটা ধান জলের তলায় , লক্ষী পূজোর আগে ঘরের লক্ষীকে ঘরেই তুলতে পারল না ধান চাষীরা , মাথায় হাত ধান চাষীদের , দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস প্রশাসনের।
গতকাল দফায় দফায় সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় মুষলধারায় বৃষ্টি হয় পাশাপাশি আজও সকালে ব্যাপক বৃষ্টি হয়। যার কারণে বিঘার পর বিঘা কাঁটা ধান জলের তলায় রয়েছে এবং এখনো অনেক ধান কাটা বাকি রয়েছে। পাশাপাশি বহু ধান জমিতে লুটিয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে রীতিমত মাথায় হাত পড়েছে সোনামুখী ব্লক বিস্তীর্ণ এলাকার ধান চাষীদের। ইতিমধ্যেই অনেক ধানে অঙ্কুর বেরিয়ে গেছে ফলে এই ধান থেকে চাল তৈরি করা সম্ভব নয় বলেই জানাচ্ছেন কৃষকরা।
সকলেই মনে করেছিলেন লক্ষ্মী পূজার আগে ঘরের লক্ষীকে ঘরে তুলবে কিন্তু আবহাওয়ার কারণে তা সম্ভব হলো না। ফলে মাঠেই নষ্ট হতে বসেছে ধান।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি , তারা মনে করেছিলেন এই ধান বিক্রি করে আলু চাষ করবেন কিন্তু তাদের যেভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো আগামী দিনে তারা কিভাবে আলু চাষ করবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের। অনেক কৃষক রয়েছেন যাদের চাষবাস করেই সারা বছর ছেলে-মেয়েদের পড়াশোনা এবং সংসার অতিবাহিত হয়। এখন আগামী দিনে তাদের সংসার কিভাবে চলবে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ কোথা থেকে আসবে তাই ভেবে কুল পাচ্ছেন না তারা।
এ বিষয়ে সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান , যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছে তারা সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করুক এবং তাদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct