আপনজন ডেস্ক: আইপিএল-এ আগামী ২ বছর দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে থাকছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জেএসডব্লু স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেট নির্বাচিত হয়েছেন। তিনি আইপিএল ও উইমেনস প্রিমিয়ার লিগে (ডব্লুপিএল) দিল্লি ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে থাকছেন। দক্ষিণ আফ্রিকার এসএ ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির দায়িত্বেও থাকছেন সৌরভ। কিন্তু ২০২৫ ও ২০২৬ সালের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে থাকছেন না সৌরভ। কারণ, দিল্লি ক্যাপিটালসের যুগ্ম মালিকানা রয়েছে জেএসডব্লু ও জিএমআর গোষ্ঠীর হাতে। চুক্তি অনুযায়ী, ২ বছর পরপর পালা করে আইপিএল ও ডব্লুপিএল-এর দায়িত্বে থাকছে এই দুই সংস্থা। আইপিএল-এর আগামী ২ মরসুমে দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে থাকছে জিএমআর গোষ্ঠী। সৌরভ এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন। এই কারণে তিনি আইপিএল-এর পরিবর্তে ডব্লুপিএল ও এসএ ২০ লিগের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকছেন।
কী ভূমিকায় থাকছেন সৌরভ?
জেএসডব্লু স্পোর্টসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জেএসডব্লু স্পোর্টসের হয়ে ক্রিকেটের যাবতীয় দায়িত্ব পালন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুরুষদের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস, মহিলাদের ডব্লুপিএল দল, দক্ষিণ আফ্রিকায় এসএ ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে যুক্ত থাকবেন সৌরভ।’ ২০২৭ সালের আইপিএল-এ জেএসডব্লু স্পোর্টস ফের দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে ফিরলে সৌরভও দায়িত্বে ফিরবেন।
ভেঙে গেল সৌরভ-রিকি পন্টিং জুটি
২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসেবে যোগ দেন সৌরভ। তিনি প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেন। বিসিসিআই সভাপতি হওয়ার পর অবশ্য দিল্লি ক্যাপিটালস থেকে সরে যেতে হয় সৌরভকে। তিনি বিসিসিআই সভাপতির পদে মেয়াদ শেষ করার পর দিল্লি ক্যাপিটালসে ফেরেন। কিন্তু আইপিএল-এ এই ফ্র্যাঞ্চাইজিতে বেশিদিন থাকা হচ্ছে না সৌরভের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct