অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট,আপনজন: তৃণমূলের ‘খেলা হবে’ টিমের টিশার্টের আত্মপ্রকাশ ঘটল দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার ‘খেলা হবে’ টিমের টি-শার্টের আত্মপ্রকাশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়া, মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী স্নেহলতা হেমরম সহ আরো অনেকে। জানা গিয়েছে, সোশাল মিডিয়া টিমের জন্য বিশেষ ড্রেস কোড নিয়ে এসেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷এই বিশেষ পোশাক পরে আগামী নির্বাচনের লড়াইয়ে নামবে তৃণমূলের আইটি সেল ৷ এই বিশেষ ড্রেস কোড চালু হওয়ায় অত্যন্ত খুশি আইটি সেলের কর্মীরাও। এ বিষয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘এই স্লোগান এখন অত্যন্ত পপুলার একটি স্লোগান। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগানটি তৈরি করেছেন। এই স্লোগান কে সামনে রেখে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের আইটি সেল এর ছেলে- মেয়েরা এই স্লোগানকে সামনে রেখে নিরলস ভাবে কাজ করে চলেছে।’
মন্ত্রী আরো জানান, ‘রাজ্য সরকারের এবং আমাদের দলের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এই আইটি সেল। আজ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আইটি সেল এর মূল কর্মী হিসেবে যারা কাজ করছেন, এমন দশজনের হাতে এই ড্রেস তুলে দেওয়া হল।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct