আপনজন ডেস্ক: প্রেসিডেন্ট এরদোগান জোর দিয়ে বলেছেন যে ইসরাইলের উপর একটি পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা এবং তাদের ওপর চাপ বাড়ানো জরুরী।তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, আরব লীগ মহাসচিব আহমেদ আবুল গেইতের সাথে এরদোগানের বৈঠকের পর ‘এক্স’ প্ল্যাটফর্মে তিনি জানান।
বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আরব লীগ মহাসচিব আবুল গেইতের সাথে বৈঠকে গাজা ও লেবাননের ওপর ইসরাইলি বর্বর হামলার নিন্দা জানিয়ে স্থায়ী যুদ্ধ বন্ধের আহবান জানান।
তিনি বলেন, ইসরায়েল “মধ্যপ্রাচ্যে জুড়ে ইসরাইল যে সংঘর্ষের আগুন জ্বালিয়েছে, তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা”এবং তাদের উদ্দেশ্য হলো “ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা।”
বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে গাজা ও লেবানন অঞ্চলে ইসরাইলি বাহিনীর বর্বর হামলা।এরদোগান আবারও আহবান করে বলেন, ইসরাইল যে অন্যায় হামলা চালিয়ে যাচ্ছে তার শাস্তি নিশ্চিত করতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক।বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনার মধ্যে ইসরাইলিদের অন্যায়ভাবে ফিলিস্তিন ও লেবাননের ওপর হামলার বিষয়টি প্রাধান্য পায়।
এছাড়াও, এরদোগান আশা প্রকাশ করেন যে, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ার চলমান উত্তেজনা দ্রুত সমাধান হবে, এবং এই অঞ্চলগুলোর শান্তি, স্থিতিশীলতা ও প্রশান্তি ফিরে আসবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct