সাদ্দাম হোসেন মিদ্দে , বেলডাঙ্গা, আপনজন: গাছ রোপণকে নেশায় পরিনত করেছেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার নৌপুকুরিয়া নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সুখময় সাহা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক সহ রাজ্যের বিভিন্ন জালায় গাছ নিয়ে ছুটে যান তিনি। এবার তিনি গাছ নিয়ে পাড়ি দিলেন ভিন রাজ্যে।
চলতি মাসে তিনি পাড়ি দেন উত্তরাখণ্ড রাজ্যে। হিন্দিভাষী এই রাজ্যের হরিদ্বার, হৃষিকেশ, মৌসুরি প্রভৃতি এলাকায় বৃক্ষ রোপন করেন। বট, অশোক, কদম, বকুল প্রভৃতি গাছ তিনি পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গেছেন। গাছ সংরক্ষণ করার জন্য স্থানীয়দের দ্বায়িও দিয়েছেন তিনি।গত বর্ষায় নিজের এলাকায় প্রায় আড়াই হাজার বৃক্ষ রোপন করেন তিনি। এলাকার তিনি”বৃক্ষ মানব” হিসাবে পরিচিত হয়ে উঠছেন। তাঁর বিদ্যালয় চত্বরেও তুলশী, কালমেঘ সহ নানা প্রকার গাছ লাগিয়েছেন। পরিবেশপ্রেমী শিক্ষক সুখময় সাহা ভিনরাজ্য যাত্রায় দিচ্ছেন জল সংরক্ষণ ও প্লাস্টিক বর্জনের বার্তাও। ভিন রাজ্য সফর শেষে তিনি এরাজ্যে ফিরেছেন চলতি সপ্তাহে। আপনজন প্রতিনিধি এবিষয়ে জানতে চাইলে মুঠোফোনে শিক্ষক সুখময় সাহা বলেন, ‘গাছ এমন একটি “কলম” যা পৃথিবীর “গল্প” লেখে। আমার স্বপ্ন ভারত বর্ষের প্রতিটি রাজ্যে বৃক্ষরোপণ এবং তা সংরক্ষণ করে দেশব্যাপী সবুজের বার্তা ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে পৃথিবীর জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করণীয় তা সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct