আসিফ রনি, বহরমপুর , আপনজন: প্রাতঃভ্রমণে বেরিয়ে সকাল সকাল বহরমপুরে খুন তৃণমূল কর্মী। দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলে লুকিয়ে পড়ে ঐ তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে বহরমপুরের রাধারঘাট নাথপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রদীপ দত্ত, বয়স আনুমানিক ৫৫ র ঊর্ধ্বে।
স্থানীয় সূত্রে জানা যায় প্রদীপ দত্ত প্রতিদিনের মতো বুধবার সকালে প্রাত: ভ্রমনে বেরিয়েছিলেন। সেই সময় রাধার ঘাট নাথপাড়া এলাকায় তাকে লক্ষ্য করে বাইকে করে আসা দুষ্কৃতকারীরা এলোপাথাড়ি গুলি করে। প্রত্যক্ষদর্শীদের মতে বাইকে করে হেলমেট পড়া দুজন দুষ্কৃতি তাকে লক্ষ্য করে প্রায় ৭ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা যায় প্রদীপ দত্তর বাড়ি বহরমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলের বধূর পাড়া এলাকায়। তৃণমূলে কর্মী হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে রাজনীতি থেকে দূরে ছিলেন বলে পরিবার ও স্থানীয়দের দাবি। জমির কেনাবেচার কাজে যুক্ত ছিলেন তিনি।
বছর পঞ্চাশের প্রদীপকে কে বা কারা খুন করল, তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীদের মাথায় হেলমেট ছিল। তাই তাদের কাউকে চেনা যায়নি। ওই দুষ্কৃতীরা বহিরাগত নাকি এলাকার কেউ, তা এখনও স্পষ্ট নয়।
দুষ্কৃতীরা বেশ কয়েকদিন ব্যবসায়ীর গতিবিধির উপর নজর রাখার পর গুলি চালিয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ওই ফুটেজের মাধ্যমে বাইক এবং দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হবে বলেই মনে করছেন তদন্তকারীরা। খুনের নেপথ্যে ব্যবসায়িক শত্রুতা নাকি রাজনৈতিক কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে শাসক থেকে বিরোধী শিবির । তৃণমূল নেতা রাজিব হোসেন বলেন - অত্যন্ত দুঃখজনক ঘটনা। মানুষ হিসাবে খুব ভালো ছিলেন। আমরা অবাক কেন এরকম ঘটনা ঘটলো। অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct