মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের সিজি গ্রুপ সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের নিবেদিত রেখে সমাজে উল্লেখযোগ্য সুনাম অর্জন করেছে। সিজি গ্রুপের কর্ণধার তৌসিফ রহমান রনি তার পুত্র রিভানের প্রথম বছর জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। রিভানের জন্মদিন উপলক্ষে খন্ডঘোষের সগড়ায় পথ সাথী মটেলে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির ও বৃক্ষ বিতরণ কর্মসূচি।
রক্তদাতাদের মধ্যে যারা রক্তদান করেন, তাদেরকে একটি করে টি-শার্ট, বৃক্ষ ও ছাতা উপহার দিয়ে সম্মানিত করা হয়। এই মহতী কর্মসূচিকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ও গাছ মাস্টার খ্যাত অরূপ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান সদর সিআইসি তপন বসাক। উপস্থিত ছিলেন রায়না থানার ওসি পুষ্পেন্দু জানা, খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর, সেহারা আউট পোস্টের ওসি কৃপা সিন্ধু ঘোষ, প্রাক্তন পুলিশ অফিসার সুকুমার সেন, দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সম্পাদক শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজকর্মী সুরজ মণ্ডল, মাহফুজ রহমান ও হারুন আল রশিদ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় ৫০ বোতল রক্ত সংগ্রহ করে ওম টেরেজা ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়। উপস্থিত অতিথিরা সিজি গ্রুপের কর্ণধার তৌসিফ রহমান রনির এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও তার পুত্রের দীর্ঘায়ু কামনা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct