আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়ার কৃষ্ণনগর সকালে উদ্ধার হয়েছে তরুণীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ।ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় কৃষ্ণনগর।গণধর্ষণ সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার প্রেমিককে। তবে নির্যাতিতার ফোন হাতে আসতেই চাঞ্চল্যকর পোস্ট হাতে পায় পুলিশ।ফেসবুক স্টেটাসে লেখা,‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী।’ যাঁর দেহে কোনও পোশাক পাওয়া যায়নি, যাঁর দেহে মুখের অংশটা অ্যাসিডে ঝলসে গিয়েছে, তাঁর স্টেটাসে লেখা, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।মৃতদেহ ময়নাতদন্ত করতে গেলে সিপিআইএম কংগ্রেস সমর্থক মিলে দফায় দফাই পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়।মঙ্গলবার সারা রাত বাড়ি ফেরেনি মেয়ে। রাতভর খোঁজাখুঁজি করেছেন পরিবারের লোকজন। বুধবার সকালে পূজা মণ্ডপ উদ্ধার হয় ওই তরুণীর বিবস্ত্র দেহ। প্রমাণ লোপাট করতে অ্যাসিড ঢেলে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতা তরুণীর প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct