নকীব উদ্দিন গাজী, নামখানা, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা গ্রাম পঞ্চায়েতের নারায়ণগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে নদী বাঁধ বেহাল হয়ে রয়েছে বেহাল থাকলেও বারংবার প্রশাসনের পক্ষ থেকে ওই নদী বাঁধ মেরামতের কাজ চলছিল মঙ্গলবার সন্ধ্যায় কাজ চলছিল হঠাৎই নদী বাঁধ ধ্বস নিয়ে নদীতে তলিয়ে গেল যেসিপি ,তবে অল্পের জন্য বেঁচে গেল ওই জেসিবি চালক।স্থানীয় সূত্রে জানা গেছে নারায়ণগঞ্জ এলাকায় আনুমানিক দীর্ঘদিন ধরে ওই নদী বাঁধের কাজ করছিল প্রশাসনের পক্ষ থেকে তেমনি মঙ্গলবার দিন কাজ চলাকালীন হঠাৎই নদী বাঁধ ধ্বস নিয়ে নদীগর্ভে তলিয়ে যায় জেসিবি টি। আনুমানিক ১৫০ মিটার মতো নদী বাঁধ ধ্বস নেওয়ায় আতঙ্কে প্রহর গুনছে নারায়ণগঞ্জ এলাকার মানুষজন। এলাকার মানুষজনের দাবি শক্ত পোক্ত বাঁধ তৈরির জন্য টাকা বরাদ্দ হয় মেরামতের জন্য।কিন্তু সেই মতন কাজ করেনি ঠিকা সংস্থা। এই নদী বাঁধ যদি খুব শীঘ্রই মেরামত না করা হয় তবে এই ভাঙ্গন থেকে জল ঢুকে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা ও যে ধান চাষ হয়েছে সেই ধান চাষেরও ক্ষতির আশঙ্কা করছে এলাকার মানুষজন।।
তবে খবর পাওয়া মাত্রই প্রশাসনের পক্ষ থেকে নদী বাঁধ পৌঁছে গেছে নামখানা থানার পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত এর পক্ষ থেকে খুব শীঘ্রই এই নদী মেরামতের কাজও শুরু করেছে বলে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct