সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মঙ্গলবার রাত্রি দশটার সময় হাজারদুয়ারীর অফিসের বিভিন্ন জিনিসপত্র ট্রাকে করে নিয়ে যাওয়ায় বিক্ষোভ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত্রি ১০ টা ১৩ মিনিটে হাজারদুয়ারি থেকে একটি ট্রাক বের হচ্ছে। ওই ট্রাকটি চকবাজার মোড় হয়ে ১০ টা ১৫ মিনিটে রেজিস্ট্রি অফিসের দিকে বেরিয়ে যায়।
সকালে আরও একটি মিনি ট্রাক হাজারদুয়ারিতে প্রবেশ করে। খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা থেকে নবাব পরিবারের সদস্যরা হাজারদুয়ারীর সামনে এসে মিনি ট্রাকটি আটক করে।
পরবর্তীতে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে তাদের জানানো হয়, রায়গঞ্জে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন অফিস তৈরি হয়েছে, সেখানে অফিসের জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে মাত্র।
মুর্শিদাবাদ পৌরসভার উপ-পৌরপিতা সৈয়দ মেহেদী আলম মির্জা বলেন, ‘ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে একটি তালিকা দেওয়া হয়েছে আমাদের হাতে। কিন্তু সেই তালিকা অনুযায়ী মিনি ট্রাকের জিনিসপত্র দেখতে পেলাম মাত্র। গতরাতে কি নিয়ে যাওয়া হয়েছে সেই জিনিসের সঙ্গে এই তালিকার মিল আছে বলে আমরা বিশ্বাস করতে পারছি না।’
মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, ‘হাজারদুয়ারি খোলা থাকে বিকেল পাঁচটা পর্যন্ত। সুতরাং, অফিসের জিনিসপত্র দিনের বেলায় নিয়ে যাওয়া উচিত ছিল তাদের। হাজারদুয়ারি মিউজিয়ামে বহু মূল্যবান জিনিসপত্র আছে, সেগুলি সরিয়ে দিলেও কেউ কিছুই জানতে পারবে না। সুতরাং, যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকার সঙ্গে রাতের জিনিসপত্রের মিল আছে তাতে আমরা বিশ্বাস করবো কিভাবে?’
রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে জিনিসপত্র সারানোর অভিযোগে বুধবার দুপুরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় হাজারদুয়ারি চত্বরে। ঘটনাস্থলে উপস্থিত হয় মুর্শিদাবাদ থানার পুলিশ। পরবর্তীতে জিনিসপত্রের তালিকা দেওয়া হলে মিনি ট্রাকটি যেতে দেওয়া হয়।
যদিও এবিষয়ে পুরাতত্ত্ব বিভাগের সুপারিনটেনডেন্ট হরি ওম সরন সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct