আপনজন ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য তিনি হাসপাতালে ভর্তি আছেন। বুধবার তার কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় মাহাথির হৃদযন্ত্রের বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার বাইপাস সার্জারি হয়েছে। সর্বশেষ গত জুলাই মাসে হাসপাতালে ভর্তি হন। এছাড়া চলতি বছরের শুরুতে মাহাথির প্রায় তিন মাস হাসপাতালে ছিলেন। বর্তমান উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলায় বুধবার মাহাথিরের আদালতে উপস্থিত থাকার কথা ছিল। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুনানিটি স্থগিত করা হয়েছে। কারণ তার আইনজীবী জানিয়েছেন যে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct