আপনজন ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এটা ভুলে যাওয়া উচিত নয় যে, তার দেশটি সৃষ্টি হয়েছিল জাতিসংঘ গৃহীত একটি প্রস্তাবের ফলে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের গোলাবর্ষণের নিন্দাও জানিয়েছেন ফরাসি এই প্রেসিডেন্ট। ফরাসি মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যাকা ও লেবাননে ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনে ক্ষুব্ধ ফরাসি প্রেসিডেন্ট। সংঘাত বন্ধে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। সেই সঙ্গে অন্যান্য পশ্চিমা দেশগুলোতে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধ করাই গাজা ও ইসরায়েলে সংঘাত বন্ধ করার একমাত্র উপায়। পাশাপাশি লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইসরায়েলি হামলারও নিন্দা জানিয়েছেন তিনি। এ কারণে ফরাসি প্রেসিডেন্টের ওপর চরম ক্ষেপেছেন নেতানিয়াহু।
এবার নেতানিয়াহুকে আরো বড় হুঁশিয়ারি দিলেন ম্যাক্রোঁ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct